ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আধা-সামরিক বাহিনীর অপহৃত দুজন সদস্যকে বুধবার ও বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে দেখানো হয়, যেখানে তারা স্বীকারোক্তি করেন যে,ফ্লোরিডা ভিত্তিক নিরাপত্তা ফার্ম, SilverCorp তাদেরকে প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতের জন্য নিয়োজিত করেছিলI শুক্রবার ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের কাছে ওই নিরাপত্তা সংস্থার প্রধান নির্বাহী, জর্ডন গোদ্রু'র প্রত্যর্পণ দাবি করেছে, যে ওই পরিকল্পনার দায়িত্ব স্বীকার করেI
ওদিকে অসফল এই অভিযানের পর, বন্ধুদেশ রাশিয়া, সেখানে তাদের সামরিক বিশেষজ্ঞদের পাঠিয়েছে, যারা কারাকাসের উত্তরে এবং উপকূলীয় এলাকাজুড়ে ড্রোন নজরদারি বৃদ্ধি করেছেI