মানুষের প্রয়োজনের কথা মাথা রেখেই প্রতিনিয়ত আবর্তিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি জগত। তাই প্রায়ই বাজারে দেখা যায় নতুন নতুন পন্য। যা মানুষের জীবনকে করে তোলা আরো খানিকটা সহজ ও আরামদায়ক। তেমনি কোন নতুন পন্য কি এসেছে ?
হ্যাঁ। আর সে পন্যটি হলো স্মার্ট সু বা এমন জুতা যা আপনার প্রয়োজন অনুযায়ী নিজে নিজেই পরিবর্তিত হতে পারবে। এ পন্যটি তৈরী করেছে Digitsole. প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটাই প্রথম জুতা যা পায়ের সঙ্গে সংযুক্ত ও মিথষ্ক্রিয়ার ক্ষমতা সম্পন্ন। এবং তাপ দিয়ে পা খানিকটা গরম করতে ও আঘাত পেলে তা সামলে নিতে পারে। আর এসব নিয়ন্ত্রিত হবে আপনার পরিকল্পনা অনুসারে, আপনারই স্মার্টফোনের মাধ্যমে।
স্মার্ট সু অ্যাপ্লিকেশন ব্যবহার করে, এই জুতা আপনার গোড়ালির চারপাশে ঢিলা বা আঁটসাঁট হতে পারবে। কেবল তাই নয়, এই জুতা আপনার গতিবিধি অনুসরন এবং কি পরিমান ক্যালোরি আপনার শরীর থেকে খরচ হলো তা পরিমাপ করতে পারবে। এমনকি নিজে নিজেই জুতার উপর ও নিচের অংশের দেখভাল করতে পারবে।
অন্য একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে ব্যবহারকারী জুতার পরিমাপ এবং আঘাত শোষনের তথ্য দিয়ে জানতে পারবেন, কখন এই জুতা পাল্টাতে হবে।
জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর ব্যাটারি কয়েক দিনের জন্য স্থায়ী হবে এবং জুতার উপরে বসানো একটি ডিভাইসের সাহায্যে তারবিহীন ভাবে রিচার্জ করা যাবে।
এই জুতা কি খানিকটা আধুনিকতার সংমিশ্রনে প্রতারনামূলক হতে পারে?
হয়তো, কিন্তু তাতে কি? সবচেয়ে বড় সমস্যাটি হতে পারে দাম নিয়ে। Digitsole তাদের স্মার্ট সু, যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিক্রি শুরু করবে সেপ্টেম্বর মাস থেকে। আর এর দাম ধার্য করা হয়েছে ৪৫০ ডলার।