অ্যাকসেসিবিলিটি লিংক

সার্বিয়ার ভোটাররা রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন


Serbia, presidential elestions
Serbia, presidential elestions

সার্বিয়ার ভোটাররা রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন। এই নির্বাচন বলকান এলাকায় রাশিয়ার ক্রমবর্ধিত প্রভাবের মাঝে প্রধানমন্ত্রী অ্যালরকজ্যাম্ডার ভুচিচ এর শাসনের একটা পরীক্ষা বলে মনে করা হচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনে, ১০জন বিরোধী প্রার্থীর বিরুদ্ধে, ব্যাপক ভোটের ব্যবধানে ভুচিচ জয়ী হবেন বলে মনে করা হচ্ছে।

১৬ই এপ্রিল ফিরতি নির্বাচন এড়ানোর জন্য, ৪৭ বছর বয়স্ক প্রধানমন্ত্রীকে রবিবার ৫০শতাংশের বেশি ভোটে জয়লাভ করতে হবে।

ভুচিচের প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন মানবাধিকার আইনজীবী সাসা ইয়ানকোভিচ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভুক ইয়েরেমিচ ।

XS
SM
MD
LG