রবিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রনালয় আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেনকে আবার তাদের কাজ শুরু করতে দিয়েছে। কয়েকদিন আগে সরকার ইসলামাবাদে ওই সংগঠনের সদর কার্যালয় বন্ধ করে দেয় এবং দেশ ত্যাগ করার জন্য কর্মীদের ১৫ দিন সময় দেয়।
মন্ত্রনালয় কেন তাদের সিদ্ধান্ত পাল্টেছে সে সম্পর্কে তারা কিছু বলেনি।
বৃহস্পতিবার কর্তৃপক্ষ রাজধানীতে সেভ দ্য চিলড্রেন এর দফতর বন্ধ করে দেয়। সংগঠনটির বিরুদ্ধে পাকিস্তান বিরোধী তৎপরতার অভিযোগ করে। শুক্রবারের মধ্যে সে দেশে ওই সংগঠনের প্রতিটি অফিস বন্ধ করে দেওয়া হয়।
সেভ দ্য চিলড্রেন, পাকিস্তানে ৩৫ বছর ধরে আছে।