অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদী বাদশা আব্দুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৯০ বছর বয়সে


সৌদী বাদশা আব্দুল্লাহর অন্তষ্ট্যিক্রিয়ার কাজ এগিয়ে চলেছে। ওদিকে তেল সমৃদ্ধ সূন্নী রাজতন্ত্রের বাদশার উত্তরসূরী ও যুবরাজ পদের স্থলাবিভিষক্তের কাজ যেন সুষ্ট ও সহজে হয় তা নিশ্চিত করতে চাইছে।

বাদশা আব্দুল্লা ৯০ বছর বয়সে শুক্রবার নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ত্রাসবাদ এবং ইসলামিক ষ্টেটের বিরুদ্ধে অভিযানে আমেরিকার দীর্ঘ দিনের মিত্র ছিলেন বাদশা আব্দুল্লাহ।

XS
SM
MD
LG