সৌদি আরব জানিয়েছে যে তারা কয়েক ডজন শিয়া হুথী বিদ্রোহীকে হত্যা করেছে। ঐ বিদ্রোহীরা সীমান্ত সংলগ্ন এলাকায় সৌদী আরবের অভ্যন্তরে ব্যাপক হামলা চালিয়েছে।
রিয়াদে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে যে বৃহষ্পতিবার দক্ষিণাঞ্চলের নাজরান প্রদেশে আক্রমণের ঘটনায় ৩জন সৌদী সেনা প্রাণ হারিয়েছেন।
ইয়েমেনে ৫ সপ্তাহ আগে সৌদী আরব পরিচালিত বিমান অভিযান শুরু হবার পর এটাই ছিল সীমান্তের ওপারে সবচাইচে বড় ধরনের হামলা।
গত সপ্তাহে রিয়াদ ঘোষণা করে যে, বিদ্রোহীদের দূর্বল করার যে লক্ষ্য ছিল তা তারা অর্জন করেতে সক্ষম হয়েছে তাই তারা বিমান অভিযান কমিয়েছে।
ইরান হথীদের সমর্থন দিচ্ছে বলেই তাদের বিশ্বাস।