অ্যাকসেসিবিলিটি লিংক

বিন লাদিন হত্যা পরবর্তী যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক বিষয়ে ডক্টর সেলিম জাহানের সাক্ষাত্কার


বিন লাদিন হত্যা পরবর্তী যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক বিষয়ে ডক্টর সেলিম জাহানের সাক্ষাত্কার
বিন লাদিন হত্যা পরবর্তী যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক বিষয়ে ডক্টর সেলিম জাহানের সাক্ষাত্কার

বিন লাদিন হত্যা পরবর্র্তীপরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কেযে টানাপোড়েন দেখা দেয় , তারই প্রেক্ষিতে এই রবি ও সোমবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান সেনেটর জন কেরি পাকিস্তান সফর করেন । সফরকালে তিনি পাকিস্তানের সেনা বাহিনী প্রধান জেনারেল কায়ানির সঙ্গে কথা বলেন , স্বরার্ট্র মন্ত্রিসহ রেহমান মালিকসহ প্রধাণম্ত্রী ইউসূফ রাজা গিলানি ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে আলোচনা বৈঠকে মিলিত হন । সোমবার ইসলামাবাদে ঐ আলোচনা পরবর্তি এক সাংবাদিক অবহিতকরণ সমাবেশে জন কেরি বলেন, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এমনই মুল্যবান যে তা বিসর্জন দেওয়া যায় না এবং জানান , পাকিস্তানও এ সম্পর্ক নিয়ে নিজ দায়বদ্ধতা পূনর্ব্যক্ত করেছে ।

এ গোটা বিষযটি নিয়ে পরর্যালোচনা করেছেন নিউ ইয়র্ক অবস্থানরত অর্থনীতিবিদ ও সমাজ বিজ্ঞানী ডক্টর সেলিম জাহান । ডক্টর সেলিম জাহান বলেন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক সন্ত্রাস প্রতিরোধ লড়াইয়ের নিরিখে অতীব গুরুত্বপুর্ণ এবং যুক্তরাষ্ট্র যে পাকিস্তানকে প্রতিবছর ৩ শ’ কোটি ডলার পরিমাণ অর্থ সাহায্য দিয়ে থাকেও তাও সন্ত্রাস প্রতিরোধ অভিমুখে প্রয়াসে অবদান রাখে অবশ্যই ।

XS
SM
MD
LG