দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে রবিবার দেশটির ৬৯ বছর বয়সী প্রেসিডেন্ট সিরাল রামাফোসার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে, যদিও লক্ষণ মারাত্মক নয়।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “আজ সকালে কেপ টাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফ ডাব্লিউ ডে ক্লার্কের সম্মানে অনুষ্ঠিত রাষ্ট্রীয় মেমোরিয়াল সার্ভিস থেকে ফেরার পর প্রেসিডেন্ট অসুস্থ বোধ করতে শুরু করেন”। মেমোরিয়াল সার্ভিসে মাস্ক পরা অবস্থায় রামাফোসা, দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ সরকারের শেষ নেতা, যিনি তৎকালীন অবস্থার অবসানে সমঝোতায় সহায়তা করেছিলেন, সেই এফ ডাব্লিউ ডে ক্লার্ককে প্রশংসাপত্র প্রদান করেন।প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে আরও বলা হয়, “সম্পূর্ণভাবে টিকা নেয়া প্রেসিডেন্ট এখন কেপ টাউনে সেলফ-আইসোলেশনে রয়েছেন এবং আগামী সপ্তাহের জন্যে ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজার কাছে সকল দায়িত্ব দিয়েছেন”।
গত কয়েক দিন ধরে দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণ হিসাবে ধারণা করা হচ্ছে ভাইরাসের নতুন প্রকরণ ওমিক্রনের প্রভাব যার ফলে দৈনিক প্রায় ২০ হাজার জন আক্রান্ত হচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা ওমিক্রনে এমন কোন লক্ষণ দেখছেন না যা বেশি মাত্রায় অসুস্থ করে ফেলতে পারে।