অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার বিমান দ্বিতিয়বার তুরস্কের আকাশ সীমা লংঘন করেছে


তুরস্ক এই নিয়ে দ্বিতিয় বার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার-সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় রাশিয়ার বিমান দ্বিতিয়বার তুরস্কের আকাশ সীমা লংঘন করেছে,একথা বলে।

তুরস্ক প্রথম অভিযোগ উত্থাপন করে রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে এবং হূঁশিয়ার করে দিয়ে বলে,ভবিষ্যতে আবার এমনি কিছু হলে পরিণতি তার ভালো হবেনা এবং এটা করা হয়, শনিবারদিন রাশিয়ার জেট জঙ্গি তুরস্ক সীমান্ত পেরিয়ে আসার পর।তুর্কি পররাষ্ট্র মন্ত্রণলয় বলেছে রবিবার যেটা ঘটলো সেটা দ্বিতিয় দফার লংঘন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে-ওটা আসলে ঘটে ঐ এলাকার প্রতিকূল আবহাওয়ার কারণে-এর ভেতরে,ষড়যন্ত্র তত্বের সূলুক সন্ধানের কোনো অবকাশ নেই।

নেটো মহাসচিব জেন্স শোল্টেনবার্গ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন- লংঘনগুলো দেখে কিন্তু অজান্তে-ঘটনাক্রমে ঘটেছে বলে মনে হয়না। বলেন-সিরিয়ায় রাশিয়ার বর্ধিত উপস্থিতিও আশংকার উদ্রেগ ঘটায় কেননা,তারা শুধু ইসলামিক স্টেইট লড়াকুদেরকেই আঘাত করেনি-আঘাত হেনেছে তারা অন্যান্য বিরোধী পক্ষিয় দলগুলোর ওপরেও এবং অসামরিক বিস্তর মানুষজন প্রাণ হারিয়েছেন।

XS
SM
MD
LG