ইস্রাইল বলছে – মঙ্গলবারে মিশরের মধ্যস্থতায় সম্পন্ন অস্ত্র বিরতি বলবতের পর থেকে নিয়ে এ অবধি ফিলিস্তিনী জঙ্গীরা , ইস্রাইলের দক্ষিনাঞ্চল নিশানা করে কমসে কম পাঁচটি রকেট মেরেছে । এসব রকট হামলায় কারো কোনো আঘাত লেগেছে বলে শোনা যায় নি – রকেটগুলো পড়েছে গিয়ে খোলা যায়গায় ।
এর আগে মিশর বলে , পর পর এক নাগাড়ে চার দিনের বিমান হামলায় কম হলেও ২৫ ফিলিস্তিনীর প্রানবিনাশের পর তারা ইস্রাইল ও ফিলিস্তিনীদের মধ্যে অস্ত্র বিরতি সম্পন্ন করতে নিস্পত্তি আলোচনা চালায় ।
মিশরের জনৈক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন – নিধন তত্পরতা বন্ধ করা নিয়ে ইস্রাইলের অঙ্গীকার এ রফায় শামিল রয়েছে । তবে , ইস্রাইলের প্রতিরক্ষা বিভাগীয় উর্ধতন কর্তাব্যক্তি আমোদ গিলাদ বলেছেন – প্রয়োজনে ইস্রাইল তার নাগরীকদের রক্ষা করবে ।
শুক্রবার থেকে নিয়ে গাযায় , ইস্রাইলী বিমান হামলায় কম হলেও ৮০ জন আহত হয়েছে । ইস্রাইল বলছে –গাযায় নিহতদের ভেতর অধিকাংশই ছিলো জঙ্গী ।