জিম্বাবুয়ের নেতা রবার্ট মুগাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ১৯৮০ সালে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন এবং দীর্ঘ ৩৭ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৫ বছর।
দীর্ঘ ৩৭ বছরের শাসনামলে স্বৈরশাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এক জটিল ঐতিহ্য রেখে গেলেন।
তবে জিম্বাবুয়ের স্বাধীনতার জন্য তরুণ মুগাবে গেরিলা আন্দোলনের নেতৃত্ব দেন। দেশের ভেতরে অথবা তৎকালীন ব্রিটিশ উপনিবেশিক রাষ্ট্র রোডেশিয়ার বাইরেও তাকে ঐ সময় স্বাধীনতার অগ্রদূত বা মহানায়ক হিসেবে মনে করা হত।
স্বাধীন জিম্বাবুয়ের প্রথম নির্বাচনে মুগাবের বিপুল বিজয় হয়। ১৯৮০ সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। পরে ১৯৮৭ সালে তিনি প্রেসিডেন্ট শাসিত রাষ্ট্র ব্যবস্থা চালু করেন।