শিশু শ্রম, এবং যৌন সংহিংসতার অভিযোগে, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়ার অন্যতম বৃহৎ পাম তেল প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেI যুক্তরাষ্ট্রের কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশন বুধবার তাদের বিবৃতিতে জানায় জোর পূর্বক শ্রমে প্রস্তুত, সাইম ডার্বি প্লানটেশন'র তেল সামগ্রী আটক সম্পর্কিত নির্দেশ দেয়া হচ্ছেI
পাম তেলের নানাবিধ ব্যবহার রয়েছে, যেমন, খাদ্য সামগ্রী, বায়োডিজেল এবং প্রসাধনীতে এর উল্লেখযোগ্য ব্যবহার হয়ে থাকেI ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া হচ্ছে বিশ্বের দুটি প্রধান পাম তেল উৎপাদন ও সরবরাহকারী দেশI সাইম ডার্বি প্লানটেশন হচ্ছে তৃতীয় মালয়েশিয়ান সংস্থা, যাদের সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপিত হোলI সংস্থাটি এই ঘোষণার পর তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া ব্যক্ত করে নিI