অ্যাকসেসিবিলিটি লিংক

মামলা এড়াতে নির্বাসনে যাওয়ার কথা নাকচ করলেন ফিলিপাইনের নোবেল বিজয়ী সাংবাদিক রেসা


ফাইল ছবি, ফিলিপাইনের প্রথম নোবেল পুরস্কার বিজয়িনী, রাপলার-এর সিইও এবং নির্বাহী সম্পাদক ফিলিপাইনের তাগউইগ সিটি'র রেস্তোরায় সাক্ষাৎকারের সময় অভিব্যক্তি প্রকাশ করছেন, ৯ই অক্টোবর, ২০২১, ছবি এরোন ফাভিলা/এপি
ফাইল ছবি, ফিলিপাইনের প্রথম নোবেল পুরস্কার বিজয়িনী, রাপলার-এর সিইও এবং নির্বাহী সম্পাদক ফিলিপাইনের তাগউইগ সিটি'র রেস্তোরায় সাক্ষাৎকারের সময় অভিব্যক্তি প্রকাশ করছেন, ৯ই অক্টোবর, ২০২১, ছবি এরোন ফাভিলা/এপি

ফিলিপাইনের নোবেল পুরস্কার বিজয়ী সাংবাদিক মারিয়া রেসা সোমবার, তাঁর বিরুদ্ধে আনা আইনি চ্যালেঞ্জের কারণে নির্বাসনে যাবেন না বলে জানিয়েছেনI তাঁর আইনজীবীরা প্রেসিডেন্ট রোড্রিগো দূতেরতে সরকারের প্রতি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করার অনুরোধ জানানI

ফিলিপাইনের প্রথম নোবেল পুরস্কার বিজয়িনী রেসা, যৌথভাবে রাশিয়ার তদন্তকারী সাংবাদিক দিমিত্রি মুরাতোভের সঙ্গে ভাগাভাগি করে পান, যে পদক্ষেপকে বিশ্বজুড়ে আক্রান্ত ভাষার অধিকারের প্রতি অনুমোদনের স্বীকৃতি বলে ভাবা হচ্ছে I

রেসা'র সংবাদ সাইট, রাপলার-এর লাইসেন্স বাতিল করা হয়।তাঁর সমর্থকেরা জানান বহু কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এখন আইনি পদক্ষেপের মুখোমুখি, যাতে অন্তর্ভুক্ত রয়েছে দূতেরতের মাদকের বিরুদ্ধে অভিযানে রক্তাক্ত লড়াইসহ, তাঁর সরকারি নীতির যাচাই বা সমালোচনাI

তাই আইনি দলের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে রেসা বলেন, "নির্বাসনে যাওয়া কোনো বিকল্প নয়"I সেই সঙ্গে তিনি আরো বলেন, ২০২২ সালে দূতেরতের মেয়াদ শেষ হওয়ার আগে সহিংসতা ও ভীতির পরিবেশ কমছে বলে তাঁর ধারণাI

জামিনে মুক্ত হয়ে রেসা এখন, তাঁর বিরুদ্ধে আনীত মানহানির ৬ বছরের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করছেন, তবে একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কর ফাঁকি'র ৫টি এবং নিয়ন্ত্রকের সঙ্গে একটি কর্পোরেট মামলা দায়ের করা হয়েছেI

শিক্ষা বিষয়ক সফরে যুক্তরাষ্ট্রের বস্টন সিটিতে অবস্থানরত রেসা বলেন, "স্বাধীনতার মূল্য কতটুকু তা না হারানো পর্যন্ত অনুভব করা যায় না"I

ফিলিপাইন, ২০২১ সালের ১৮০টি দেশের বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচক মানদন্ডে দুই ধাপ নেমে এখন ১৩৮ অবস্থানে রয়েছে এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট 'এর দায়মুক্তির সূচকে ফিলিপাইনের অবস্থান এখন বিশ্বে সপ্তম, যেখানে সংবাদ মাধ্যমের সাংবাদিকদের হত্যা করেও হত্যাকারীরা অবাধে চলাফেরা করেI

সরকার মিডিয়ার বিরুদ্ধে অভিযানের কথা অস্বীকার করেছে I তারা জানায় সংগঠনের কোনো সমস্যা আইনগত, তা রাজনৈতিক নয়I সরকার জানিয়েছে তারা বাকস্বাধীনতায় বিশ্বাস করেI

(রয়টার্স)

XS
SM
MD
LG