অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে বাংলাদেশে আদালতের নির্দেশনা


ব্রাজিল থেকে আমদানি করা বহুল আলোচিত দুই লক্ষ টন গম ‘মানুষের খাওয়ার
উপযোগী’বলে খাদ্য বিভাগ প্রতিবেদন দিলেও ওই গম নিতে কাউকে বাধ্য না
করার নির্দেশনা দিয়েছে দেশের একটি উচ্চ আদালত। হাই কোর্টের একটি দুই সদস্যের বেঞ্চে
বুধবার দেয়া নির্দেশনায় বলা হয়েছে ব্রাজিল থেকে আমদানি করা গমের মধ্যে যা বিতরণ
হয়ে গেছে,কেউ তা ফেরত দিতে চাইলে সরকারকে নিতে হবে। আর বিতরণ না হওয়া
গম কাউকে জোর করে দেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে আদালত।

ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশন
দুদক এর মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে গত ২৯ শে জুন জনস্বার্থে একটি রিট আবেদন
করেন আইনজীবী পাভেল মিয়া। এছাড়া তিনি ওই গম মানুষের খাওয়ার উপযোগী কি না,
তা দেশের মান নিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) ও কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বারি)
মাধ্যমে পরীক্ষা করাতে আদালতের কাছে নির্দেশনা চান । পরদিন এই গম মানুষের
খাওয়ার উপযোগী কি না, তা জানতে চেয়ে খাদ্য বিভাগের মহাপরিচালককে
৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। ওই আদেশ
অনুসারে খাদ্য বিভাগ গত রোববার আদালতে কমপ্লায়েন্স প্রতিবেদন দাখিল করে।

রিটটি নিষ্পত্তি কালে আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছে খাদ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে ব্রাজিল থেকে আনা গমকে খাওয়ার অনুপযোগী বলা হয়নি তবে গম পরীক্ষার কয়েকটি
নমুনায় জীবন্ত পোকামাকড়ের উপস্থিতি পাওয়া গেছে বলে বলা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:32 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG