বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্বীকার করেছেন যে এবারের বাজেট উচ্চাভিলাষী তবে তা বাস্তবায়নযোগ্য নয় এমনটা ভাববার কোন কারণ নেই । তিনি বলেন মনে রাখতে হবে দেশের মানুষের ভাগ্য বদলাতে হলে এখনই উপযুক্ত সময় বড় ধাক্কা দেবার । বাজেট উত্তর এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন আমরা যদি সত্যিই অগ্রগতির দিকে যেতে চাই , সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে চাই তা হলে রাজস্ব আদায় অবশ্যই বাড়াতে হবে।
বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সিপিডি মনে করে , বাজেটের আকার নয় , রাজস্ব আদায়ই হলো বড় চ্যালেঞ্জ। প্রতিষ্ঠানটির সম্মানিত ফেলো অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন আগামি অর্থবছরে রাজস্বের লক্ষ্য মাত্রার একটা বড় অংশই অনার্জিত থাকবে। বিএনপির পক্ষে ড আব্দুল মঈন খান বলেন বাজেট প্রতিক্রিয়ায় বলেন এই বাজেটে গ্রামের সাধারণ মানুষের কোন উপকার হবে না।পোশাক রপ্তানিকারকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। আমাদের ঢাকা প্রতিবেদক মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে আরও জানাচ্ছেন :