অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে আরেকটি হামলার পাঁয়তারা ব্যর্থ


শুরুর দিকে রহস্য মনে হলেও ফরাসি পুলিশ এখন নিশ্চিত করেই বলছে, নটরডেম ক্যাথেড্রালের কাছ থেকে উদ্ধারকৃত সিলিন্ডার গ্যাস ভর্তি প্রাইভেট কারটি নাশকতার ছক তৈরি করতেই আনা হয়েছিল। পুলিশ ইতোমধ্যেই একজন পুরুষ এবং একজন মহিলাকে গ্রেপ্তার করেছে। নটরডেম ক্যাথেড্রাল হচ্ছে পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল। যেখানে প্রতি বছর তের মিলিয়ন পর্যটক ভ্রমন করতে যান। ই.এম.ই টেলিভিশন জানায়, ঘটনাটি রবিবারের। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে বুধবার তা প্রকাশ করেছে। প্যোজো-৬০৭ গাড়িটির ভেতর থেকে সাতটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। তবে এগুলোতে ডেটোনেটর সংযুক্ত ছিল না।

জনবহুল এই এলাকায় নম্বর প্লেটবিহীন গাড়ি দেখেই পুলিশের সন্দেহ হয়। এরপরই তারা তদন্তকাজ শুরু করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি ঘটনাটিকে টেস্ট রান বলে উল্লেখ করেছে।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG