অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট যোদ্ধারা রাকা ছেড়ে যাচ্ছে, কিছু যোদ্ধ রয়ে গেছে


FILE - This frame grab from video released Aug. 11, 2017, and provided by Furat FM, a Syrian Kurdish activist-run media group, shows U.S.-backed Syrian Democratic Forces (SDF) fighters advance in Raqqa, Syria.
FILE - This frame grab from video released Aug. 11, 2017, and provided by Furat FM, a Syrian Kurdish activist-run media group, shows U.S.-backed Syrian Democratic Forces (SDF) fighters advance in Raqqa, Syria.

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার মিলিশিয়া বাহিনীর সঙ্গে এক প্রত্যহার চুক্তির অধীনে, ইসলামিক স্টেট যোদ্ধাদের একটি দল সিরিয়ার রাকা শহর থেকে চলে যাচ্ছে। মিলিশিয়া বাহিনী ইসলামিক স্টেট যোদ্ধাদের ঘীরে ফেলেছে।

রবিবার মিলিশিয়াদের এক মুখপাত্র বলেছেন মানব বর্ম হিসেবে ব্যবহারের জন্য যোদ্ধারা তাদের সঙ্গে বেসামরিক লোকজনদের নিয়ে গেছে ।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রাটিক ফোর্সেস এসডিএফ এবং ইসলামিক স্টেট চরমপন্থীদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। রয়টার্স সংবাদ সংস্থা, এসডিএফ এর এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে “অপসারণ কার্যক্রম শেষ হয়েছে এবং লড়াই অব্যাহত রয়েছ” যারা শহরে থেকে গেছে তাদের বিরুদ্ধে।

XS
SM
MD
LG