বার্মার রাখাইন রাজ্যে শুক্রবার নিষিদ্ধ ঘোষিত 'আরাকান আর্মি' বর্ডার পোস্টে হামলা চালানো পর, ১০জন পুলিশ অফিসার ও ৩জন সাধারণ নাগরিক নিখোঁজ রয়েছেন I মিয়ানমার সামরিক বাহিনীর মুখপাত্র, ব্রিগেডিয়ার জেনারেল, জ মিন টুন্ ভয়েস অব আমেরিকাকে জানান, অপহৃত ৩জন নাগরিকেরা একটি শিশুসহ একই পরিবারের সদস্য I
জেনারেল টুন্ বলেন, রাত দুটো নাগাদ ১০০ সদস্যের সন্রাসী দল থাজিন মাইইং গ্রামের বর্ডার পোস্টে হামলা চালায়, যে পোস্টের মাধ্যমে জাতিগোষ্ঠী সম্প্রদায়ের লোকজনদের সুরক্ষা নিশ্চিত করা হয়ে থাকে I এই থাজিন মাইইং গ্রামেই বসবাস করেন আরাকান নামে পরিচিত জাতিগোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন I