অ্যাকসেসিবিলিটি লিংক

ফুকুশিমা পারমাণবিক স্থাপনায় তেজস্ক্রিয়তার মাত্রা বেড়েছে


জ়াপানের পারমাণবিক কর্মকর্তারা বলছেন, অকার্যকর ফুকুশিমা পারমাণবিক স্থাপনায়, দূষিত পানির একটি ট্যাঙ্কের তেজস্ক্রিয়তার মাত্রা এক সপ্তাহে বিপদজনক মাত্রায় পৌঁছে গেছে।

টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানী, বা টেপকো বলেছে, পরিমাপে দেখা গেছে, শনিবার ঐ ট্যাঙ্কের তেজস্ক্রিয়তার মাত্রা ছিল ১৮০০ মিলিসিভার্টস, যার সংস্পর্শে আসলে কোন ব্যক্তি ৪ ঘন্টার মধ্যে মারা যাবে। আগস্টের ২২ তারিখে ঐ ট্যাঙ্কের তেজস্ক্রিয়তার মাত্রা ছিল মাত্র ১০০ মিলিসিভার্টস, যা শনিবারের পরিমাপের তুলনায় অনেক কম।

টেপকো আরো জানিয়েছে, অন্য দুটি ট্যাঙ্কের সংযোগকারী একটি পাইপেও লিক বা ফুটো ধরা পড়েছে। তবে, ট্যাঙ্কগুলোর পানির মাত্রায় কোন তারতম্য ধরা পড়ে নি।
একটি ফরাসী সংবাদ সংস্থা বলেছে, প্লাস্টিকের টেইপ দিয়ে সেই ফুটো বন্ধ করে রাখা হয়েছে।

গত মাসে, একটি ট্যাঙ্ক থেকে ৩০০ টন মারাত্মক বিষাক্ত পানি বেরিয়ে আসে।

২০১১ সালের মার্চের সুনামিতে ঐ ফুকুশিমা দায়চি পারমাণবিক বিদ্যুত স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়।
XS
SM
MD
LG