বাংলাদেশে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে কবিগুরুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সিরাজগঞ্জে সরকারী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও চলছে কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে বিশেষ আলোচনা সভা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।