বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে দায়িত্ব পালনরত র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৭ এর সাবেক অধিনায়ক সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার।
বুধবার রাতে রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে থেকে মাইক্রো বাসে করে তাকে তুলে নেয়া হয় যায় বলে হাসিনুর রহমানের স্ত্রী শামীমা রহমান বৃহস্পতিবার গনমাধ্যমকে জানিয়েছেন। তবে এ বিষয়ে সুস্পষ্ট কিছুই জানাতে পারেননি পুলিশ । হাসিনুর রহমানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তারা পেয়েছেন বলে জানিয়ে পুলিশ বলেছে অভিযোগটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। পুলিশ অবশ্য বলেছে তার সঙ্গে পূর্বে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। তবে তাকে তুলে নেয়ার বিষয়টি গোয়েন্দা পুলিশও অস্বীকার করেছে। হাসিনুর রহমান ২০১০ সালে চট্টগ্রামে র্যাব-৭ এর অধিনায়ক থাকা কালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার জের ধরে তাকে ওই সময় আটক করা হয়। পরে হাসিনুরকে সেনাবাহিনীতে ফেরত পাঠানোলে তাকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে।
ঢাকা সংবাদদাতা জুহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।