বাংলাদেশে রাজধানী ঢাকা মহানগরীকে যে দ্বিখন্ডিত করে পৃথক পৃথক দু’ই নগর পিতার কতৃত্বাধীনে ন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে , তা নিয়ে উত্থিত বিরোধিতা ও বিরুপ সমালোচনার প্রেক্ষিতে আমরা কথা বলি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জূরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগর বিশেষজ্ঞ-গবেষক প্রফেসার নজরূল ইসলামের সঙ্গে । বলা হচ্ছে নগরবাসিদের সিটি কর্পোরেশানের তরফে যেসব সেবা-পরিষেবা দেওয়া হয়ে থাকে সেসব সুষমভাবে দেওয়ার নিশ্চয়তা বিধানে দায়িত্ব-কর্তব্য ভাগ করে দিলে ব্যাপারটা তুলনামুলকভাবে সহজ হবে । প্রফেসার নজরূল ইসলাম মন্তব্য করেন – কেউ হয়তো বলতে পারেন , বিশ্বের কোথাও তো নেই , তাহলে ঢাকা সিটি কর্পোরেশনকে দ্বিখন্ডিত করলে কেমন হবে । বলেন এ ক্ষেত্রে এটাও বলা যায় যে পৃথিবীর কোথাও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই কিন্তু বাংলাদেশে , আওয়ামি লিগের দাবীতে তাও হয়েছিলো , এখন আবার আওয়ামী লিগই ওই ব্যবস্থা ভাঙ্গতে চায় , ক্ষমতা বহির্ভুত বিরোধী দল আবার ওটাই বলবত রাখার লক্ষে প্রচন্ড আন্দোলনের মাধ্যমে দাবী জানাচ্ছে – এই সিটি কর্পোরেশানের বেলাতেও যে ওমনোটি কোনোদিন হবে না সেটা কি জোর দিয়ে বলা যায় । প্রফেসার নজরূল ইসলামের সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।