রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দ্বিতীয় মহাযুদ্ধে নিহতদের স্মরণে বিজয় দিবসের বার্ষিকীতে ঐক্যের আবেদন জানানI করোনা মহামারীতে বিপর্যস্ত রুশ সমাজ, এতো লোকের মৃত্যু, নুতন করে সংক্রমণ বৃদ্ধি বা সামাজিক ও রাজনৈতিক জীবন ব্যাহত হওয়া ইত্যাদি কোন প্রসঙ্গের উল্লেখ ছিল না তাঁর ভাষণেI
প্রেসিডেন্ট পুতিন তাঁর ভাষণে বলেন, স্বভাবতঃই শ্রদ্ধাভরে আমরা এই দিবসটি পালন করে যাবো; আমাদের দায়িত্ব থাকবে সেই সব জনগণের ত্যাগের কথা স্মরণ করা, তাদের দুঃখ যন্ত্রনা অনুভব করা, যারা আমাদের বিজয় হাসিল করেছেনI আমাদের বিশ্বাস একত্রিত থাকলে আমরা থাকবো অপরাজেয়I