দক্ষিণ আফ্রিকার তারকা, দৌড়বিদ (প্যারাওলিম্পিয়ান) অস্কার পিস্টোরিয়াস তার বান্ধবীকে অনিচ্ছাকৃতভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে গতকাল তার বিরুদ্ধে আনা খুনের সব ধরনের অভিযোগ খারিজ করে দেয় দেশটির আদালত।
দীর্ঘ প্রতিক্ষিত বিচারের রায় ঘোষনায় শুক্রবার বিচারক থোকোজিল মাসিপা বলেছেন, ব্লেড রানার হিসেবে পরিচিত এই ওলিম্পিক দৌড়বিদ, ২০১৩ সালের ফেব্রুয়ারী মাসে মডেল রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেছে।
বিচারের রায় ঘোষনার সময় ২৭ বছর বয়সী পিস্টোরিয়াস তেমন কোন আবেগ প্রকাশ করেননি।
মিঃ পিস্টোরিয়াস যুক্তি দেন যে তিনি ভুলবশত তার বান্ধবীকে একজন অনুপ্রবেশকারী মনে করে গুলি করে ছিলেন।
বিচারক মাসিপা বলেন, প্রিটোরিয়ায় তার নিজের বাড়ির টয়লেটে তার বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুন করতে চেয়েছিলেন বলে সরকার পক্ষের আইনজীবীরা যে অভিযোগ দায়ের করেছিলেন তা তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।