ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্ধানাও দ্বীপ এলাকায় ওই দেশটির সরকারি বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত ইসলামিক স্টেট বা আইএসপন্থী ইসলামী জঙ্গীদের মধ্যে ৮৯ জন বিদেশী নাগরিক রয়েছে বলে ম্যানিলা টাইমস শনিবার খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, ওই ৮৯ জন বিদেশীর মধ্যে ৩ জন বাংলাদেশী নাগরিকও রয়েছেন। ম্যানিলা টাইমস জাপানী সংবাদ সংস্থা কিউডো নিউজকে উদ্ধৃত করে বলেছে, ওই সংবাদ সংস্থার কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে তাতে দেখা যাচ্ছে, ৩ জন বাংলাদেশী ছাড়াও ২৮ জন ইন্দোনেশীয়, ২৬ জন পাকিস্তানি, ২১ জন মালয়েশীয়, ৪ জন আরব দেশগুলোর এবং ১ জন ভারতীয় বংশোদ্ভ‚তসহ সিংগাপুরের ২ জন নাগরিক রয়েছেন। ৫ জনের নাগরিত্ব এখনো নিশ্চিত হতে পারেনি ফিলিপাইন কর্তৃপক্ষ। ফিলিপাইনের গোয়েন্দা কর্তৃপক্ষের কাছেও ওই একই ধরনের তথ্য রয়েছে। তাদের মতে, এই জঙ্গীরা মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া হয়ে ফিলিপাইনের মিন্ধানাওতে গোপনে ঢুকে পড়েছে। গত ২৩ মে থেকে ফিলিপাইনের সরকারী বাহিনী জঙ্গীবিরোধী তৎপরতা জোরদার করার পরেই ওই এলাকায় যুদ্ধের তীব্রতা বেড়ে গেছে।...ঢাকা থেকে আমীর খসরু