অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের নারীবাদিরা ধর্ম অবমাননা মামলার বিরুদ্ধে লড়ছেন


পাকিস্তানি নারীবাদিরা বলছেন যে এপ্রিলের মাঝামাঝি দিকে জঙ্গিবাদি ইসলামি গোষ্ঠীগুলো যে ধর্ম-অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে তাঁরা লড়তে প্রতিজ্ঞ । ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশের বিরোধীতা করেছে এই সব গোষ্ঠী। নারী সমাবেশ সম্পর্কে সামাজিক মাধ্যমের পোস্টিং এর উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার যে অভিযোগ আনা হয়েছে তাকে পাকিস্তানের নারীবাদিরা সম্পূর্ণ মিথ্যে বলে নাকচ করে দিয়েছেন

পাকিস্তানি নারীবাদিরা বলছেন যে এপ্রিলের মাঝামাঝি দিকে জঙ্গিবাদি ইসলামি গোষ্ঠীগুলো যে ধর্ম-অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে তাঁরা লড়তে প্রতিজ্ঞ । ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশের বিরোধীতা করেছে এই সব গোষ্ঠী। নারী সমাবেশ সম্পর্কে সামাজিক মাধ্যমের পোস্টিং এর উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার যে অভিযোগ আনা হয়েছে তাকে পাকিস্তানের নারীবাদিরা সম্পূর্ণ মিথ্যে বলে নাকচ করে দিয়েছেন। করাচি কেন্দ্রীক উমেন্স অ্যাকশান ফোরামের ফারিহা আজিজ বলছেন, “আমরা লক্ষ্য করছি ধর্ম অবমাননার বিষয়টিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

২০১৭ সাল থেকেই এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যা বিশেষত ভিন্ন মতাবলম্বিদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে”। ফারিহা বলেন এই সাম্প্রতিক সময় পর্যন্ত সামাজিক মাধ্যমে ভিন্ন মতাবলম্বিদের রাষ্ট্র বিরোধী এবং ইসলাম বিরোধী হিসেবে আখ্যায়িত করা হতো আর এখন এই ধর্ম অবমাননার বিষয়টি একটি নতুন পর্যায়ে পৌঁছেছে। ও দিকে চরম ডানপন্থি রাজনৈতিক দল তেহরিকে লাব্বায়েক পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ত একজন আইনজীবি এবং সক্রিয়বাদী নাসির মিনহাস তাঁর ডানপন্থি অবস্থান থেকে ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে ধর্ম অবমাননা বিষয়ক তাঁর অভিযোগটি নিম্ন আদালতে খারিজ হয়ে যাওয়ায় তিনি এবার ইসলামাবাদের হাই কোর্টে আপিল করবেন। মিনহাস বলেন, তাঁর কথায় ,” এই সব মহিলা পাকিস্তান এবং ইসলামের বিরুদ্ধে শ্লোগান দিয়েছেন এবং এমন সব ব্যানার বহন করেছেন যাতে ইসলামের নবীকে প্রতীকি ভাবে অবমাননা করা হয়েছে”। ফারিহা বলেন এই ধরণের অভিযোগের যে নেতিবাচক প্রভাব নারী আন্দোলনের উপর পড়তে পারে সে নিয়ে আয়োজকরা উদ্বিগ্ন। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান, বিরোধী নেতা বিলাওয়াল ভূট্টো জারদারি ধর্মঅবমাননা আইনের অপব্যবহারের বিরোধীতা করেছেন ।

তবে ক্ষমতাসীন তেহরিকে ইনসাফ পার্টির একজন বিধায়ক ফিরদৌস নাকভি ভয়েস অফ আমেরিকাকে বলেন নারীরা পশ্চিমি ধরণের শ্লোগান দেবেন সেটি তাঁর দল সমর্থন করতে পারে না। নারী সমাবেশের আয়োজকরা বলছেন ইচ্ছে করেই তাদের শ্লোগানের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে এবং বানোয়াট ভিডিও প্রচর করা হচ্ছে যাতে করে তাদের কন্ঠ রোধ করা যায়।

.

XS
SM
MD
LG