অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে সামরিক অভিযানে ৫৮ জংগি নিহত


পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, জেট বিমান এবং স্থল বাহিনীর অভিযানে ৫৮ জন জংগি নিহত হয়েছে। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের পেশওয়ার শহরের একটি স্কুলে তালিবান আক্রমণে ১৪৫ জন নিহত হবার পর এই হামলা চালানো হয়। ঐ আক্রমণে নিহত দের মধ্যে বেশীর ভাগই ছিল শিশু।

আফগানিস্তানের সীমান্তের কাছে খাইবার এলাকায় সেনা বাহিনীর হামলায় অন্তত ৫০ জংগি নিহত হয়েছে এবং একই সময়ে পাকিস্তানে আজ তৃতীয় দিনের মত শোক দিবস পালিত হচ্ছে। দক্ষিণপশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশে নিহত হয়েছে আরো ৮ জংগি। যার মধ্যে রয়েছেন তালিবান শীর্ষ কমান্ডার।

মংগলবার, পেশওয়ারের সামরিক বাহিনী পরিচালিত স্কুলে যে নৃশংসভাবে গণহত্যা চালানো হয় তাতে বিশ্ববাসী মর্মাহত। এই ঘটনার পর পরই প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ মৃত্যুদন্ডের ওপরে যে নিষেধাজ্ঞা বলবত ছিল তুলে দিয়েছেন।

XS
SM
MD
LG