পাকিস্তানের সংখ্যালঘু খৃস্টান সম্প্রদায়ের শত শত মানুষ পূর্বাঞ্চলের লাহোর শহরে দ্বিতীয় দিনের মত রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং স্লোগান দিতে থাকে। শহরটিতে দুটি গীর্জার বাইরে দুটি আত্মঘাতী বোমা হামলায় ১৫জন মারা যায় এবং তারই প্রতিবাদে সরব হয়ে ওঠে খৃস্টান সম্প্রদায়।
সোমবার ঐ এলাকায় শত শত পুলিশ মোতায়েন করা হয়। সেদিন নিহতদের শেষ কৃত্যানুষ্ঠানের জন্যে, খৃস্টান স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়।
খৃস্টান অধ্যুষিত ইউহানাবাদে, রোববারের ঐ হামলায় ৭০জন আহত হয়েছে। দুজন বন্দুকধারী গুলি ছুড়তে ছুড়তে প্রার্থনা চলাকালীন অবস্থায় গীর্জায় ঢুকতে চেষ্টা করে। নিরাপত্তা কর্মীরা তাদের প্রবেশপথে বাধা দিলে, তারা বিস্ফোরণ ঘটায়।
হামলার পর ক্ষুব্ধ খৃস্টান সম্প্রদায় মহাসড়কগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ও বাস স্টেশনে হামলা চালায়। এবং তারা হামলাকারী সন্দেহে দুজনকে হত্যা করে।
পাকিস্তানী তালিবানের সাথে সম্পৃক্ত একটি দল হামলার দায় স্বীকার করেছে।