অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে ৩৭ জন নিহত হয়


কর্মকর্তারা বলেছেন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে দুর থেকে নিয়ন্ত্রন যোগ্য এক বিশাল গাড়ি বোমা বিস্ফোরিত হয় রবিবার পেশায়োরে। বিস্ফোরণে ৩৭ জন নিহত হয় আহত হয় ৭৫জন। এক সপ্তাহে এই তৃতীয়বার ওই শহরে মারাত্মক বিস্ফোরণ ঘটলো।

শহরের সবচাইতে পুরোনো বাজারে ভোর বেলা যখন সবাই কাজে যাচ্ছে তখন সর্ব সাম্প্রতিকতম ওই হামলা চালানো হলো। একটা মসজিদ ও পুলিশ স্টেশানের কাছে এই ঘটনা ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মোহাম্মদ আকরাম বিস্ফোরণে আহত হন। তিনি বলেন, “আমরা তিন বন্ধু বাজারে গিয়েছিলাম। আমার দুই বন্ধু সামনে ছিল আমি পেছনে ছিলাম। হঠাৎ বিস্ফোরণ ঘটে। আমি পড়ে যাই। আমি খুব ভয় পেয়ে যাই। লোকজন চিৎকার করছিলো। আগুন জ্বলছিলো।”

All Saints গীর্জার কাছে এই আক্রমণ হয়। সেখানে গত রবিবার জোড়া বোমা বিস্ফোরণে দেশের সংখ্যা লঘু খৃষ্টান সম্প্রদায়ের ৮৫ জন নিহত হয়।
XS
SM
MD
LG