অ্যাকসেসিবিলিটি লিংক

রবিবার চারটি দেশ সোচি অলিম্পিকস খেলায় স্বর্ণ পদক পেয়েছে


নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, সুইটজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদরা রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিকস ক্রীড়া অনুষ্ঠানে স্বর্ণ পদক পেয়েছে।

নেদারল্যান্ডসের স্পিডস্কেটার আইরিন উস্ট মেয়েদের ৩ হাজার মিটার দৌড়ে জয়লাভ করেন। তিনি চেক প্রজাতন্ত্র ও রাশিয়ার স্পিডস্কেটারদের পরাজিত করেন।

পুরুষদের Alpine skiing downhill এ শীর্ষ পুরষ্কার পান অস্ট্রিয়ার ম্যাথায়েস মায়ার।

সুইটজারল্যান্ডর ডারিও কলোনা পুরুষদের ৩0-কিলোমিটার cross country skiathlon জয়লাভ করেন।

আর যুক্তরাষ্ট্রের জেমি অ্যান্ডারসেন মহিলাদের snowboarding slopestyle প্রতিযোগিতায় ফিনল্যান্ড ও ব্রিটেনের ক্রীড়াবিদদের পরাজিত করে শীর্ষ পুরষ্কার লাভ করেন।
XS
SM
MD
LG