প্রেসিডেন্ট ওবামা দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে দেশবাসীর প্রতি আওভান জানিয়েছেন I তিনি বলেন আমেরিকার বিশাল প্রাকৃতিক সম্পদ যেমন,নয়নাভিরাম বনাঞ্চল,মরুভূমি,অবারিত মনমাতানো লেকের সৌন্দর্য, সুদীর্ঘ নদীপথ আর বন্য সম্পদ আমাদের পরবর্তী প্রজন্মের জন্যই নিরাপদে সংরক্ষণ করতে হবে I তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব ও প্রতিকার নিয়ে তিনি তাঁর প্রয়াস অব্যাহত রাখবেন I