প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বিশ্বকে এই বলে আশ্বস্ত করেছেন যে যুক্তরাষ্ট্র বরাবরই তার বিল পরিশোধ করেছে। তিনি বলেন : বলেন যে আমেরিকা কখনই তার ঋণ পরিশোধ করেনি এমন নয়। দেশটি তার ঋণের সর্বোচ্চ সীমা বৃদ্ধির জন্যে সময়সীমার সম্মুখীন হচ্ছে।
মঙ্গলবার মি ওবামা সাংবাদিকদের বলেন যে কংগ্রেস থেকে এ রকম মন্তব্য যে ঋণ খেলাফি হলে তা বিশ্বে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টা ব্যাহত করবে না , বিনিয়োগকারীদের বিচলিত করেছে। তিনি কংগ্রেসকে কেবল মাত্র ঋণের সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধির ব্যাপারে ভোট গ্রহণের আহ্বান জানান যার সঙ্গে অন্য কোন বিষয় যুক্ত থাকবে না।
মি ওবামা কংগ্রেসের প্রতি ব্যয় নির্বাহ বিল ও পাশ করার আবেদন জানান। যুক্তরাষ্ট্রে এই দ্বিতীয় সপ্তার মতো সরকারী কার্যক্রম অস্থায়ী ভাবে বন্ধ হয়ে রয়েছে। প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান দলীয় জন বেইনার বলেছেন যে প্রেসিডেন্ট ঋণ-সীমা কিংবা ব্যয় বিল নিয়ে আপোষ আলোচনা করতে যে অস্বীকৃতি জানাচ্ছেন তাতে তিনি হতাশ।
তবে মি ওবামা আবার ও বলেছেন যে তিনি হুমকির মুখে কোন আপোষ করবেন না।
প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বিশ্বকে এই বলে আশ্বস্ত করেছেন যে যুক্তরাষ্ট্র বরাবরই তার বিল পরিশোধ করেছে। তিনি বলেন : বলেন যে আমেরিকা কখনই তার ঋণ পরিশোধ করেনি এমন নয়। দেশটি তার ঋণের সর্বোচ্চ সীমা বৃদ্ধির জন্যে সময়সীমার সম্মুখীন হচ্ছে।