যুক্তরাষ্ট্রে ভোক্তা খাতের আস্থা গত দু’বছরের বেশি কালের ভেতর সর্বনিম্ন স্তরে এসে ঠেকেছে। ইতিমধ্যে ঘরবাড়ির দরদাম বিগত বছরটাতে কমতেই থেকেছে । সোমবার প্রেসিডেণ্ট ওবামা পশ্চিমী রাজ্য নেভাডায় যান, বাড়ির দাম যেখানে অনেক পড়ে গিয়েছে এবং যুক্তরাষ্ট্রের যেসব জায়গায় বাড়িঘর কিস্তি পরিশোধের অপারগতা হেতু নিলাম ডাকে ফোর ক্লোয হচ্ছে, তারই শীর্ষ তালিকার অন্তর্গত রাজ্যটির লাসভেগাসে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রকদের প্রণীত সেই বন্দোবস্তের কথা উল্লেখ করেন তিনি, যাতে ফোরক্লোযার এড়াতে কিস্তির অঙ্ক কমানোর বিধান রয়েছে । কর্মকর্তারা বলছেন – এতে কেন্দ্রীয় সরকারের গৃহায়ন অর্থ সংস্থান সংস্থার তরফে স্বল্প মাত্রার কিস্তি নির্ধারণের কথা বলা রয়েছে। হোয়াইট হাউস সূত্রে বলা হচ্ছে – কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া কলেজ ছাত্র ঋণের পরিশোধে মদত জোগানোর উপযোগী একটি পরিকল্পনার কথাও প্রেসিডেণ্ট ওবামা ঘোষণা করবেন ।