অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেণ্ট ওবামা পাকিস্তানে ড্রোন বিমান ব্যবহারের পক্ষে বক্তব্যের অবতারনা করেছেন ।


U.S. President Barack Obama adjusts his translation ear piece at the East Asia Summit in Nusa Dua, on the island of Bali, Indonesia, Saturday, Nov. 19, 2011. (AP Photo/Charles Dharapak)
U.S. President Barack Obama adjusts his translation ear piece at the East Asia Summit in Nusa Dua, on the island of Bali, Indonesia, Saturday, Nov. 19, 2011. (AP Photo/Charles Dharapak)

যুক্তরাষ্ট্র প্রেসিডেণ্ট বারাক ওবামা , পাকিস্তানে ড্রোন বিমানের ব্যবহারের পক্ষে বক্তব্যের অবতারনা করেছেন । এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তরফে এভাবে প্রকাশ্যে কথাটা স্বীকার করা হয়নি কখনো ।

সোমবার অনলাইন টাউন হল ধাঁচের আলোচনায় মি:ওবামা বলেন – আল কায়েদা ও তাদের দোসরদের নিশানা করতেই ড্রোন হামলা চালানো হয়েছে এবং এসব হামলার অনেক ক’টিই সংঘটিত হয়েছে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের আধা সায়ত্বশাসিত উপজাতি এলাকায় ।

প্রেসিডেন্ট বলেন – নির্দিষ্টভাবে , নির্ভুল লক্ষভেদী হামলার নিমিত্ত এসব অভিযান চালানো হয়ে থাকে – বলেন , বড়ো একটা কিছু না ভেবেই যুক্তরাষ্ট্র এসব হামলা চালায় না । বলেন – দূর্গম যেসব এলাকায় পৌঁছুনো দূস্কর সেখানকার সক্রিয় সন্ত্রাসীদের নিশানা করতেই এ হামলা চালানো হয়ে থাকে ।

প্রেসিডেণ্ট ওবামা বলেন – ড্রোন হামলায় বেশুমার লোকজন হতাহত হয় নি । এ্যামেরিকা ভিত্তিক নিউ এ্যামেরিকা ফাউন্ডেশান বলছে – পাকিস্তানে ড্রোনের হামলায় ১৭ শ’ থেকে নিয়ে ২৭ শ’র মতো লোক নিহত হয়েছে গত ৮ বছরে ।

প্রেসিডেন্টের ঐ মন্তব্যের পর পরই পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রনালয়ের জনৈক মূখপাত্র ফরাসী বার্তা সংস্থার কাছে পাল্টা মন্তব্য করে বলেছেন – এসব হামলা আইন বিগর্হিত , এতে হিতে বিপরিত ফল হয় – অতএব এসব মেনে নেওয়া যায়না ।

পাকিস্তান সরকার দীর্ঘকাল ধরেই ড্রোন বিমান হালায় ধিক্কার জানিয়ে এসেছে – বলেছে , এতে পাকিস্তানের স্বার্বভৌমত্ব লংঘিত হয় । তবে , এসব হামলা , পাকিস্তানী গোয়েন্দা সংস্থার মদত নিয়েই চালানো হয়ে থাকে ।

XS
SM
MD
LG