অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা ও ক্যামেরন সন্ত্রাসীদের পরাস্ত করতে প্রত্যয় প্রকাশ করলেন


ডেভিড ক্যামেরন ও বারাক ওবামা ( ফাইল ছবি)
ডেভিড ক্যামেরন ও বারাক ওবামা ( ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলছেন যে তাঁরা সন্ত্রাসীদের বাক স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করতে দিতে পারেন না।

The Times of London পত্রিকায় প্রকাশিত এক যৌথ মতামতে উভয় নেতাই তাঁদের কথায় বর্বর ঘাতক এবং তাদের বিকৃত আদর্শকে পরাস্ত করার প্রত্যয় প্রকাশ করেন। মি ওবামা এবং মি ক্যামেরন বলেন যে বিশ্ব উগ্রপন্থিদের দ্বারা অবদমিত হবে না , তা তারা বিচ্ছিন্ন উন্মাদই হোক কিংবা আল ক্বায়দা , ইসলামিক স্টেট অথবা বোকো হারাম গোষ্ঠিই হোক।

গত সপ্তায় ফ্রান্সের ব্যঙ্গ পত্রিকা শার্লি এব্দোর ওপর সন্ত্রাসী আক্রমণের পর এই যৌথ মন্তব্য প্রকামিত হলো।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামা মি ক্যামেরনের সঙ্গে হোয়াইট হাউজে মধ্যাহ্ন ভোজ সভায় বসছেন । শুক্রবার তাদেঁর মধ্যে আরও আলোচনা হবার কথা রয়েছে।

তাদেঁর সেই মন্তব্যধর্মী লেখায় উভয় নেতাই ইউক্রেনে রাশিয়ার কর্মকান্ডের ব্যাপারে কুটনৈতিক চাপ অব্যাহত রাখার কথা বলেছেন।

XS
SM
MD
LG