প্রেসিডেন্ট ওবামা সাপ্তাহিক বেতার ভাষণে বলেছেন যে ২০১৪ সাল আমেরিকার জন্য বড় ধরনের পরিবর্তন এনেছে I তিনি জানান ২০১৪ সাল চাকুরীর প্রবৃদ্ধির ক্ষেত্রে সব চাইতে সফল বছর, কারণ গত তিন দশকের মধ্যে ২০১৪ সালেই বেকারত্বের হার দ্রুত হারে নেমে আসে I তিনি জানান স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে তার আনীত affordable care act কোটি কোটি জনগনকে স্বাস্থ্য বীমার সুযোগ করে দিয়েছে I প্রেসিডেন্ট ওবামা দু বছর মেয়াদী কমিউনিটি কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য বিনা খরচে পড়াশোনা করার নুতন এক পরিকল্পনার কথা ঘোষণা করেন I