৪০ বছর ইংল্যান্ডে কাটিয়েছেন ড. তাসলিম শাকুর, যার ভেতর ৩৩ বছর কেটেছে শিক্ষকতা করে। রোহিঙ্গাদের নিয়ে তিনি ইংল্যান্ডে বেশ কিছু সেমিনার, সভা, ছবির প্রদর্শনী ইত্যাদি করেছেন। সম্প্রতি তিনি এসেছিলেন নিউইয়র্কে। সে সময় তাঁর সঙ্গে কথা বলেন আমাদের নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন। সে সময় ভয়েস অব আমেরিকার কাছে ড. তাসলিম শাকুর তুলে ধরেন তার আগামীর পরিকল্পনা। আর সে পরিকল্পনার লক্ষ্য, মানবতার কল্যানে কিছু একটা করার প্রচন্ড ইচ্ছা।