অ্যাকসেসিবিলিটি লিংক

তিন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে যৌথ ভাবে নোবেল পুরস্কার পেলেন


Nobel prize in Medicine - winners
Nobel prize in Medicine - winners

আজ এবছরের নোবেল পুরস্কারের প্রথমটির কথা ঘোষণা করা হয়।

Stockholm এ নোবেল কমিটি, চিকিৎসায় তিন বিজ্ঞানীকে যৌথভাবে নোবেল পুরস্কারে ভুষিত করেছেন। Ireland, Japan এবং চীনের তিন বিজ্ঞানী ওই পুরস্কার পেলেন। Ireland এর William Campbell এবং Japan এর Satoshi Omura গোলকৃমির পরজীবী সংক্রমণের চিকিৎসায় নতুন একটি ওষুধ তৈরির জন্য পুরস্কার পেলেন। চীনা বিজ্ঞানী ইউইউ টু নোবেল পুরস্কার পেয়েছেন ম্যালেরিয়ার চিকিৎসা নিয়ে কাজের জন্য।

নোবেল কমিটির তরফ থেকে বলা হয়েছে, এই তিন বিজ্ঞানীর উদ্ভাবন পৃথিবীর লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লক্ষ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন এই তিন বিজ্ঞানী। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

XS
SM
MD
LG