অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থ আত্মসাৎকারী আন্তর্জাতিক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ


ভুয়া ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অর্থ আত্মসাৎকারী একটি আন্তর্জাতিক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ বা সিআইডি এর অতিরিক্ত উপ মহাপরিদর্শক শেখ রেজাউল হায়দার শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন গ্রাফতার হওয়া সকলেই নাইজেরিয়ার নাগরিক।তিনি বলেন এদের সকলকে বৃহস্পতিবার ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নাইজেরিয়ার এসকল নাগরিক দীর্ঘদিন যাবত ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে অবস্থান করে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে ডলার বা গিফট দেবার নাম করে মানুষকে বোকা বানিয়ে তারা প্রতারণা করে আসছিলেন। সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, চক্রটি বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, ফিলিপাইন ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মানুষকে এ ধরনের প্রতারনার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।বাংলাদেশে ঘটতে থাকা এ ধরনের প্রতারনার ঘটনা বেড়ে যাওয়ার কারন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক এ বি এম নাজমুস শামসের কাছে জানতে চাইলে তিনি বলেন এসকল ঘটনা মুলত মানুষের

সচেতনতার অভাবে ঘটছে। উল্লেখ্য, এর আগেও জুলাই মাসে দুই ধাপে একই চক্রের ১৬ জনকে আটক করা হয়। পুলিশ বলেছে গ্রেফতার হওয়া এসকল বিদেশি প্রতারকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে তদন্ত চলছে।

please wait

No media source currently available

0:00 0:04:03 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG