কারো ভাষায় ভয়ংকর, কারো ভাষায় গুরুতর, কারো ভাষায় বিভীষিকাময়। এমন ভাবে বর্ণনা দেয়া হচ্ছে নিউ ইয়র্কের বর্তমান পরিস্থিতির কথা। হাসপাতালের বেড খালি নেই। এক ভেন্টিলেটরে চলছে দুটি প্রাণ। ডাক্তার, নার্স তাদের সাধ্যমত চেষ্টা করে চলেছেন প্রতিটি মানুষকে বাঁচাবার। অনেক সময় ভেঙ্গে পড়ছেন ধরে রাখতে না পেরে। এমন এক ভাইরাস এটি যা মানুষকে অসহায় করে দিয়েছে।
কেমন আছেন বাংলাদেশীরা? কি পরিস্থিতিতে আছেন তারা? কেউ কি তাদের সাহায্য করছেন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন এখন সবাই। জানার চেষ্টা করেছি আমরা। কিছু তথ্য দিয়েছেন নিউ ইয়র্কের রাহাত আল মুক্তাদির।