অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হলো কোভিডের নতুন প্রজাতি



দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ভ্যাকসিন কেন্দ্রে ১৮ থেকে উর্ধে বয়সী লোকজন টিকার জন্য লাইনে দাঁড়িয়েছেন, ফাইল ছবি, ২০শে অগাস্ট, ২০২১ - রয়টার্স
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ভ্যাকসিন কেন্দ্রে ১৮ থেকে উর্ধে বয়সী লোকজন টিকার জন্য লাইনে দাঁড়িয়েছেন, ফাইল ছবি, ২০শে অগাস্ট, ২০২১ - রয়টার্স

দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা জানাচ্ছেন যে ,তারা কভিড-১৯ 'র নতুন একটি ভেরিয়েন্ট অর্থাত্ প্রকরণ শনাক্ত করেছেন I সোমবার দেশটির সংক্রমণ রোগ বিষয়ে জাতীয় ইনস্টিটিউট নতুন গবেষনায় জানায় যে শনাক্তকৃত এই নতুন প্রজাতির ভাইরাস, C .1. 2 এ বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম পাওয়া যায়এবং সেই থেকে এই ভাইরাস এশিয়া, আফ্রিকা ইউরোপ ও দক্ষিণেরপ্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া অঞ্চলের আরো ৭টি দেশের বিস্তার লাভ করেছেI

বিজ্ঞানীরা জানান, এই C .1. 2 ভাইরাসে দৃশ্যত অন্যান্য ভাইরাসের মতো একই গুণাগুণ বা বৈশিষ্ট বিদ্যমান, যা আরো দ্রুত সংক্রমণশীল এবং দ্রুত কারুর প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম।

এই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয় নি অথবা সাধারণ কোনো পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করা হয় নিI বিজ্ঞানীরা জানাচ্ছেন, তারা এখনো C.1.2 ভেরিয়েন্টের ওপর পরীক্ষা চালাচ্ছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিমালার আওতায় এটিকে এখনো "বিশেষ কোনো ভেরিয়েন্ট" বা "উদ্বেগজনক প্রকরণ " হিসাবে চিহ্নিত করা হয় নিI

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার (CDC )সোমবার জানায়, যুক্তরাষ্ট্রে বর্তমানে ব্যবহৃত তিনটি ভ্যাকসিন মারাত্মক রোগের বিরুদ্ধে অত্যন্ত সফল বলে প্রমাণিত হয়েছেI CDC 'র বিজ্ঞানী ড: সিয়েরা অলিভার ভ্যাকসিন পরামর্শদাতা প্যানেলকে জানান, হাসপাতালে ভর্তি হওয়া ১৮ থেকে ৭৪ বছর বয়সীদের বেলায় তা ৯৪ %কার্যকরী বলে প্রমাণিত হয়েছে, ডেল্টা সংক্রমণ এপ্রিল ও জুলাই মাসে যখন সক্রিয় ছিলI

XS
SM
MD
LG