অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানের নির্বাচনে জয়ী প্রধানমন্ত্রী কিশিদা ব্যাপক নীতিগত পরিকল্পনার ইংগিত দিলেন


Jজাপানের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির নেতা, ফুমিও কিশিদা পার্টির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন, ১লা নভেম্বর, ২০২১/ছবি রোড্রিগো রেয়েস মারিন/রয়টার্স
Jজাপানের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির নেতা, ফুমিও কিশিদা পার্টির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন, ১লা নভেম্বর, ২০২১/ছবি রোড্রিগো রেয়েস মারিন/রয়টার্স

জাপানের নির্বাচনে বিস্ময়করভাবে বড় মাপের জয়ে উদ্দীপ্ত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সোমবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি চীনের হুমকি মোকাবেলায় সক্ষম এমন প্রতিরক্ষা নীতি গ্রহণ করবেন এবং জলবায়ু পরিবর্তন ও মহামারী থেকে পুনরুদ্ধার তরান্বিত করতে মনোযোগী হবেনI

কিশিদা'র রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (LDP) ভবিষ্যৎবাণী উপেক্ষা করে একক দল হিসাবে রবিবারের নির্বাচনে জয়লাভ করে এবং বিভক্ত পার্টির প্রধান হিসাবে তিনি তাঁর অবস্থান মজবুত করতে সমর্থ হনI এই বিজয় তাঁকে সংসদে অবাধ ক্ষমতা দেবে এবং অতিরিক্ত বাজেটসহ মহামারী থেকে পুনরুদ্ধারের মত বিষয়গুলিতে তিনি অগ্রাধিকার দিতে পারবেনI

অনেকেই আশংকা করেছিলেন যে কিশিদা, যিনি মাত্র এক মাস হলো ক্ষমতায় আসীন হয়েছেন, হয়তোবা হয়ে যেতে পারেন জাপানের স্বল্পকালীন প্রধানমন্ত্রীদের একজনI তবে নির্বাচনের ফলাফল যা স্টকের পরিমান বৃদ্ধি করে স্বস্তি এনেছে, তা আগামী গ্রীষ্মের উচ্চ কক্ষের নির্বাচনের আগে নীতিতে তাঁর নিজস্ব প্রভাব রাখতে সুযোগ করে দেবেI

জাপানের সংসদীয় নির্বাচনে এলডিপি দলের মজবুত বিজয় বন্ড বাজারে ব্যাপক বন্ড ইস্যুর আশংকা প্রশমিত করেছেI এর কারণে কিশিদা'র মহামারী প্রণোদনা প্যাকেজ'র পরিমাণ বাড়াতে হবে না এবং তিনি সেই চাপ থেকে মুক্ত থাকবেনI

প্রধানমন্ত্রী কিশিদা সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা দেশব্যাপী জনগণের দাবির প্রেক্ষিতে দ্রুততার সঙ্গে নীতি বাস্তবায়ন করবো, যারা খুব করে চাইছেন রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির বাস্তবায়ন"I

যার মধ্যে শীর্ষ বিষয়গুলি হচ্ছে মহামারী থেকে পুনরুদ্ধার, এ বছরের শেষ নাগাদ অতিরিক্ত বাজেটের জন্য কিশিদা'র প্রতিশ্রুতি, অভ্যন্তরীণ পর্যটন কর্মসূচি পুনরায় শুরু করার জন্য ভর্তুকি কর্মসূচি এবং নভেম্বরের মাঝামাঝি বড় মাপের একটি প্রণোদনা প্যাকেজ প্রণয়ন করাI

(রয়টার্স)

XS
SM
MD
LG