বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় এসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার বাংলাদেশ এবং ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যেকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং এতে কয়েকটি সমঝোতা স্মারক সাক্ষরিত হবে।
এদিকে, সোমবার রাতে বাংলাদেশ ও নেপালের প্রেসিডেন্টের মধ্যেকার দ্বিপক্ষীয় বৈঠকে রেল সংযোগ এবং পর্যটন খাতের সহযোগিতা বৃদ্ধিসহ মোট ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।