অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে, অর্থনীতি ক্ষেত্রে মহিলাদের যথোপযুক্ত ভাবে কাজে লাগানো হচ্ছে না: ডক্টর নাযনীন


বাংলাদেশে, অর্থনীতি ক্ষেত্রে মহিলাদের যথোপযুক্ত ভাবে কাজে লাগানো হচ্ছে না: ডক্টর নাযনীন
বাংলাদেশে, অর্থনীতি ক্ষেত্রে মহিলাদের যথোপযুক্ত ভাবে কাজে লাগানো হচ্ছে না: ডক্টর নাযনীন

বাংলাদেশে, অর্থনীতি ক্ষেত্রে মহিলাদের যথোপযুক্ত ভাবে কাজে লাগানো হচ্ছে না: ডক্টর নাযনীন
বাংলাদেশে, অর্থনীতি ক্ষেত্রে মহিলাদের যথোপযুক্ত ভাবে কাজে লাগানো হচ্ছে না: ডক্টর নাযনীন
বাংলাদেশে অর্থনীতি ক্ষেত্রে নারীদের অবদান, বিশেষ করে নারী নির্যাতন ও নারীদের বিরূদ্ধে সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশে নারী অগ্রযাত্রা কতোখানি পথ পাড়ি দিলো তা নিয়েই কথা বলেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষনা ইনস্টিটিউট bids-এর গবেষক , অর্থনিতিবীদ ডক্টর নাযনীন আহমেদের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে সরকার কবীরূদ্দীন।

গবেষক নাযনীন আহমেদ বলেন –বাংলাদেশে , অর্থনীতি ক্ষেত্রে মহিলাদের যয়োপযুক্তভাবে কাজে লাগানো হচ্ছে না। তা সেটা সূযোগের অভাব, বা শিক্ষার খামতি বা তাঁদেরকে ঠিকভাবে ব্যবহার করা হচ্ছেনা, যে কারনেই হোক মহিলাদের অংশগ্রহন এখনো যথোপযুক্ত মাত্রায় হচ্ছে না । সহশ্রাব্দ লক্ষ মাত্রা প্রশ্নে ডক্টর নাযনীন আহমেদ বলেন – নির্ধারিত সহশ্রাব্দ লক্ষমাত্রার ৮টি ক্ষেত্রের মধ্যে তৃতীয়টি অর্জন করা গেলেও সূক্ষবিচারে লিঙ্গ বৈষম্য দূরীকরণ নিয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে এ সমতা বিধান হচ্ছে ঠিকই – তবে , এখানেও , মাধ্যমিক উত্তর পর্যায়ে – উচ্চ স্তরে এই সমতার ফারাক শুন্য দশমিক ছয় মাত্রায় বিরজ করছে।

নাযনীন আহমেদ বলেন – ইদানিং মাতৃমৃত্যুর হার বেড়েছে বাংলাদেশে । কমেতো নিই বরং তা বেড়েছে আবার । এই যায়গাগুলোয়ে, অর্থনীতি অঙ্গনে নারীদের অবদানের বেলায়, অন্তরায় রয়েই গিয়েছে । ডক্টর নাযনীন আহমেদ মন্তব্য করেন – বাংলাদেশে উচ্চতর পর্যায়েও নারীদেরকে মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে -পারিবারিক অবস্থান থেকে , সামাজিক বা কর্মক্ষেত্রের উচ্চতরো অবস্থানে বিরাজ করেও। তবে তিনি বাংলাদেশে নারী অগ্রগতির সামগ্রিক বিচারে আশাবাদী বলেই মন্তব্য করেন বি আই ডি এস গবেষক ডক্টর নাযনীন আহমেদ ।

XS
SM
MD
LG