অভিযানে শনিবার যুক্তরাষ্ট্রের একজন সেনা নিহত হন I আফগানিস্তানের নিনগারহার প্রদেশে KHORASAN -ISIS অঙ্গ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, আফগানিস্তানে আইসিসদের বিরুদ্ধে সংস্থা বর্তমানে অত্যন্ত সক্রিয় I নিহত আমেরিকান সেনা ন্যাটো পরিচালিত Resolute Support Mission 'র একজন সদস্য ছিলেন I
এই অঞ্চল ওপিয়াম পপি চাষের জন্য প্রসিদ্ধ; তবে ২০০০সালের পর ওপিয়াম চাষাবাদ ধ্বংসপ্রাপ্ত হয় I ২০১৭ সালে তিনিই হচ্ছেন প্রথম আমেরিকান নিহত সেনা I