পৃথিবীর সঙ্গে একটি গ্রহাণুর সম্ভব্য সংঘর্ষ এড়াতে, নাসা প্রথমবারের মতো গ্রহ প্রতিরক্ষা ব্যবস্থার অংশস্বরূপ মঙ্গলবার দিনের শেষে ক্যালিফোর্নিয়া থেকে স্পেসএক্স এর রকেট উৎক্ষেপণ করতে চলেছেI
"ডার্ট মিশন" নামে পরিচিত এই পরীক্ষা, গতিশক্তি সম্বলিত একটি রোবট মহাকাশ যানের সঙ্গে সংঘর্ষ ঘটিয়ে গ্রহাণুর পথ পরিবর্তন করতে এবং স্পেস বোল্ডারকে যথেষ্ট পরিমাণে ধাক্কা দিয়ে আমাদের গ্রহকে ধ্বংস থেকে বাঁচাতে পারে কিনা, নাসা'র সেই ক্ষমতা নির্ণয় করবেI
ডার্ট মিশনের লক্ষ্য হচ্ছে মহা বিপর্যয়কারী "চিক্সসুলুব" গ্রহাণুর একটি ক্ষুদ্র অংশ, যা ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীকে ধাক্কা দেয় , যার ফলেপৃথিবীর সকল প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়I তবে এটা এখন এমন কক্ষপথে নয় যে অদূর ভবিষ্যতে তা পৃথিবীকে আঘাত করবেI তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন যে ছোট আকারের গ্রহাণুর অবস্থান বেশি এবং তাদের কাছ থেকেই পৃথিবীর জন্য ভবিষ্যতে রয়েছে তাত্ত্বিক হুমকিI
এই অভিযান পরিচালনায় নাসা এলোন মাস্কের স্পেসএক্স কোম্পানিকে ভাড়া করেছে, যাদের মাধ্যমে ফ্যালকন ৯ রকেটের সহায়তায় রাত ১০টা ২০ মিনিটে, প্রশান্ত মহাসাগরীয় সময় ভোর ১টা ২০ মিনিটে, লস এঞ্জেলেস থেকে ১৫০ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত ক্যালিফোর্নিয়ার উপকূলীয় ভান্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে সূচিত হবে এই ডার্ট মিশনI
যদি কোনো কারণে উৎক্ষেপণ বাতিল করা হয়, নাসা ৮৪ দিনের মধ্যে তা আবারউৎক্ষেপণ করতে পারবেI
মহাকাশে উৎক্ষেপণের পর, গন্তব্য স্থানে পৌঁছাতে ডার্ট মিশনের সময় লাগবে ১০ মাস, যে সময় এই রকেটটি পৃথিবী থেকে প্রায় ৬০ লক্ষ ৮০ হাজার মাইল দূরত্ব অতিক্রম করবেI
(রয়টার্স)