জাপানে যুক্তরাষ্ট্র যে আণবিক বোমা ফেলে আজ রবিবার তার ৭০তম বার্ষিকী।
Associated Press সংবাদ সংস্থা প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে এই উপলক্ষ্যে পারমানবিক অস্ত্র নির্মূল করার এবং জাপানি সরকার তাদের সামরিক বাহিনী কি করতে পারবে সে বিষয়ে বিধি নিষেধ শিথিল করার যে চাপ দিচ্ছে তা বন্ধ করার জন্য, নাগাসাকি শহরের মানুষ পুনরায় আহ্বান জানায়।
নাগাসাকি বন্দর নগরিতে বোমা বর্ষণের যারা শিকার হন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী শিনজো আবে সহ অন্যান্যরা পুষ্পার্ঘ অর্পণ করেন।