অ্যাকসেসিবিলিটি লিংক

সূচির রাখাইন সফরের আগে,বোমা বিস্ফোরণ


মিয়ান্মারের দক্ষিণাঞ্চলের রাখাইন শহরে আজ তিনটি ছোট ছোট বোমা বিস্ফোরিত হয়েছে বলে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। মিয়ান্মারের অসামরিক নেত্রী অং সান সুচির ঐ সংঘষপূর্ণ রাজ্যে এক ব্যতিক্রমী সফরে গিয়ে নামবার ঠিক আগেই এই বিস্ফোরণ ঘটে।

মিযান্মারের পশ্চিম উপকুলের অদূরে সাধারণত শান্তিপূর্ণ মানাওং শহরে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সেখানেই সূচির একটি সৌর শক্তি স্থাপনা উদ্বোধনের কথা ছিল।তিনি বলেন যে সূ চি আসবার আগেই এই বিস্ফোরণটি ঘটে তবে যেহেতু সেটি শহরের অন্য দিকে ঘটে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সূচি কর্মসূচি অপরিবর্তিত ছিল এবং তারপর তিনি নিরাপদেই বিমানে করে ইয়াঙ্গুনে ফিরে গেছেন। তবে মানাওং এ বিস্ফোরণের এই ঘটনাটি আগে কখনই ঘটেনি।

কোন গোষ্ঠিই এখন ও এই সব বোমা পাতার দায় স্বীকার করেনি। স্থানীয় সংবাদ মাধ্যমের ছবিগুলোতে দেখা গেছে বোমাগুলো রাস্তার ধারে বিস্ফোরিত হয়।আরো উত্তরে মিয়ান্মারের সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মি সংঘর্ষে লিপ্ত রয়েছে। ঐ বিদ্রোহী গোষ্ঠিটি দাবি করছে যে তারা আরও স্বায়ত্বশাসন এবং জাতিগোষ্ঠিগত ভাবে রাখাইন রাজ্যের বৌদ্ধদের অধিকারের জন্য লড়ছে।

XS
SM
MD
LG