মিয়াম্মার ঘোষনা করেছে- দেশটির দীর্ঘ প্রতিক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরের আট তারিখে।
য়ুনিয়ন ইলেকশন কমিশনের পরিচালক থং হালাইং বুধবার এ তারিখের কথাটা নিশ্চিত করে জানিয়েছেন- খবর দিয়েছে ভয়েস অফ এ্যামেরিকার বর্মী সার্ভীস।
অন সান সূ চীর নেতৃত্বাধীন বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসী নির্বাচনে দৃপ্ত অবস্থান অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে।
তবে অন সান সূ চী প্রেসিডেন্ট পদের জন্যে নির্বাচনে দাঁড়াতে পারবেন না।সামরিক আধিপত্যের প্রভাবাধীন সংসদ গতমাসে সাংবিধানিক সংষ্কারের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে।ঐ প্রস্তাব পাশ হলে সেনা বাহিনীর ভিটো ক্ষমতা খতম হতে পারতো-সংবিধান বদলানো সহজ হতো।বর্তমান সনদ মোতাবেক প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দীতাকারি কোনো প্রার্থীর সন্তান বিদেশি হলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে পারেন না।অন সান সূ চীর পুত্রেরা বৃটিশ নাগরীক- তিনি এ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে পারবেন না।