অ্যাকসেসিবিলিটি লিংক

চীনকে সার্কের সদস্য করা বিষয়ে খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে অর্থনীতিবীদ ডক্টর মুস্তাফিজের আলোচনা ।


চীনকে সার্কের সদস্য করা বিষয়ে খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে অর্থনীতিবীদ ডক্টর মুস্তাফিজের আলোচনা ।
চীনকে সার্কের সদস্য করা বিষয়ে খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে অর্থনীতিবীদ ডক্টর মুস্তাফিজের আলোচনা ।

মালদ্বীপে অবকাশ যাপন কেন্দ্র আদ্দুতে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন চলাকালে , ঢাকায় চীনের সফররত এক পদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাঙকার-আলোচনা কালে বাংলাদেশের প্রধান বিরোধি দল বি এন পির চেয়ারপার্সন ও বাংলাদেশের একাধিক মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চীনকে সার্কের সদস্যত্বে শামইল করার প্রস্তাব দেন । বিষয়টি নিয়ে আলোচনাকালে ঢাকার গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহি পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান মন্তব্য করেন বিষয়টি এখনো অব্দি সুদূর প্রসারী প্রতিয়মান হলেও এতে করে সার্কের ব্যাপ্তি বিস্তৃত তো হবেই সেই একই সঙ্গে দক্ষিন পুর্ব এশিয়া , দক্ষিন এশিয়া ও মধ্য এশিআর মধ্যেকার অর্থনৈতিক সম্পর্ক ও পারস্পরিক বানিজ্যের ক্ষেত্রে আরো প্রসারিত হবে । বলেন - এতে করে বাংলাদেশের কিছু কিছু পনের জন্যে চীনের বিশাল বাজার উন্মুক্ত হতে পারে এবং চীনও বাংলাদেশের বন্দর সুবিধে কিছুটা হলেও ব্যবহার করতে পারে । অধ্যাপক মুস্তাফিজ মনে করেন - একদিকে সার্কে চীনের অন্তর্ভুক্তি - অন্যদিকে আসিয়ান গোষ্ঠীতে ভারতের সদস্যত্ব , ঐ গোটা দক্ষিন পর্ব, দক্ষিন এশিয়া ও মধ্য এশিয়ার বানিজ্যিক প্রসাঙ্গিকতাকে আরো বিস্তৃত ও মজুবত ভিত্রির ওপর প্রতিষ্ঠিত করবে ।

XS
SM
MD
LG